Logo
×

Follow Us

বাংলাদেশ

পদ্মা সেতু পার হতে বাইকারদের নতুন কৌশল

Icon

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২২, ১৫:৫৬

পদ্মা সেতু পার হতে বাইকারদের নতুন কৌশল

পদ্মা সেতু পার হওয়ার জন্য পিকআপে মোটরসাইকেল তোলা হচ্ছে। ছবি: সংগৃহীত

সবরকম নিষেধাজ্ঞা জারি করেও পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেলকে আটকানো যাচ্ছে না। কেউ মোটরসাইকেলের মাথা নোয়াতে পারবে না, বিষয়টি এমন হয়ে গেছে। পদ্মা সেতু পার হতে নতুন কৌশল অবলম্বন করেছেন বাইকাররা।

উদ্বোধনের পরদিন গত রবিবার (২৬ জুন) যান চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা জারি করে সেতু কর্তৃপক্ষ। পরদিন গতকাল সোমবার (২৭ জুন) আইনের চোখ ফাঁকি দিয়ে পিকআপে করে মোটরসাইকেল নিয়ে সেতু পার হন বাইকাররা। পরে আজ মঙ্গলবার (২৮ জুন) পিকআপে করে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। 

মোটরসাইকেল পারাপারের বিষয়টি এখানেই শেষ হতে পারতো। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। আজ দুপুরের পর থেকে দেখা গেছে, মোটরসাইকেল পিকআপে তুলে ঢেকে পণ্যের গাড়ি বলে সেতু পার করা হচ্ছে পিকআপ। পরে পার হওয়ার পর নিজ নিজ মোটরসাইকেল বুঝে নিচ্ছেন বাইকাররা।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন দেখা যায়, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেলবোঝাই পিকআপগুলো থেকে টোল আদায় করা হচ্ছে। একেকটি পিকআপে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে সেতু দিয়ে পার হতে দেখা যায়।

মোটরসাইকেলচালক নজরুল ইসলাম বলেন, ‘বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পদ্মা সেতুর টোল প্লাজায় এসে দেখি, মোটরসাইকেল চলাচল বন্ধ। এরপর আমি শিমুলিয়া ফেরিঘাটে যাই। সেখানে দেখি, তেমন যানবাহন নেই। অনেকক্ষণ অপেক্ষার পর নিরুপায় হয়ে টোল প্লাজায় ফিরে আসি। পরে আমরা কয়েকজন মিলে একটি পিকআপ ভ্যান ভাড়া করি। মোটরসাইকেল পিকআপে তুলে দিয়েছে। এখন আমরা বাসে সেতুর পার হবো।’

তিনি আরো বলেন, ‘আমাদের কাছ থেকে প্রতিটি মোটরসাইকেলের জন্য ভাড়া নেওয়া হয়েছে ৪৫০ টাকা। স্বপ্নের পদ্মা সেতু চালু হলো ঠিকই, কিন্তু আমাদের ভোগান্তি আরো বেড়ে গেল। আমরা এর থেকে পরিত্রাণ চাই।’

পিকআপচালক আমির হেসেন বলেন, ‘পদ্মা সেতুতে শুধু মোটরসাইকেল যাওয়া নিষেধ। তাই আমরা প্রতিটি পিকআপে ১০-১২ টি মোটরসাইকেল রশি দিয়ে বেঁধে সেতুর এই প্রান্ত থেকে ওই প্রান্তে দিয়ে আসছি।’

মাওয়া টোল প্লাজায় কর্মরত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, পিকআপ ভ্যানে মোটরসাইকেল কাপড় বা কোনো কিছু দিয়ে ঢেকে পার করা হলে, সেটা পণ্যবাহী গাড়ি হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে।

তিনি আরো জানান, সেতুতে মোটরসাইকেলের জন্য বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তাই সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। তবে পণ্য হিসেবে পিকআপে মোটরসাইকেল পার হতেই পারে। তবে মোটরসাইকেল গেলেও কোনো চালক এভাবে যেতে পারবেন না। সকাল থেকে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করছে। সেতুর দুই প্রান্তে সেনাবাহিনী ও পুলিশ টহলে রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫