ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২২, ১৭:২৮

প্রতীকী ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের দুধসরা গ্রামে ট্রাক্টরের ধাক্কায় ইদ্রিস (৭৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ জুন) সকালে এ ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি পৌর শহরের ২ নং ওয়ার্ডের ব্রিজঘাট এলাকায়।
জানা যায়, ইদ্রিস মিয়া জমিতে যাওয়ার পথে দুর্ঘটনার স্বীকার হন। ঘটনাস্থল থেকে ট্রাক্টরের ড্রাইভার পালিয়ে যান।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, সড়ক ও পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।