Logo
×

Follow Us

বাংলাদেশ

বেনাপোলে ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২২, ২০:০৭

বেনাপোলে ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশি পাসপোর্টসহ আটককৃত ভারতীয় নাগরিক। ছবি: বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বিদেশি ভিসা লাগানো ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ ইউসুফ আলী শেখ (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

গতকাল সোমবার (২৭ জুন) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করে বিজিবি। এসময় তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় থ্রি পিস ও কসমেটিক্স উদ্ধার করা হয়। 

আটক ইউসুফ আলী শেখ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার বাষান পোতা গ্রামের আমিন শেখের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে রাস্তার উপর এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে তার সাথে থাকা ২টি ব্যাগের মধ্যে ৫টি বাংলাদেশি পাসপোর্ট, ১৬২ প্রকারের কসমেটিক্সসামগ্রীসহ তাকে আটক করা হয়।

আটক ভারতীয় নাগরিককে জব্দকৃত মালামাল ও ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫