Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২২, ১০:১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আউলিয়া নগর রেলস্টেশন থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ রেললাইনের আউলিয়া নগর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে ভাওয়াল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে বন্ধ ছিলো ট্রেন চলাচল। এক ঘণ্টার মধ্যেই এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ময়মনসিংহ জিআরপি থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই মির্জা মোহাম্মদ মুক্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ বুধবার (২৯ জুন) সকালে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ত্রিশালের আউলিয়া নগর স্টেশনের আউটার সিগনালের কাছে পৌঁছানোর পর এর ইঞ্জিন বিকল হয়ে যায়।

তিনি আরো জানান, খবর পয়ে ময়মনসিংহ কেওয়াটখালী লোকো শেড থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নেয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫