Logo
×

Follow Us

বাংলাদেশ

নোয়াখালীতে অস্ত্র উদ্ধার

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২২, ১৪:১৯

নোয়াখালীতে অস্ত্র উদ্ধার

সেনবাগ থেকে উদ্ধারকৃত অস্ত্র। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগে মিলল ১টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ।  

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়াকুবপু গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।

আজ বুধবার (২৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এসপি আরো জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের পূর্ব ইয়ার পুর গ্রামের মেহেরাজের দোকানের পূর্ব পাশের রেইনট্রি গাছে নিচে একটি শপিং ব্যাগ থেকে ১টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারে ঘটনায় তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫