Logo
×

Follow Us

বাংলাদেশ

‘প্রতিকূলতা কাটিয়ে ওঠা বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের শ্রদ্ধা’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৮:২৬

‘প্রতিকূলতা কাটিয়ে ওঠা বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের শ্রদ্ধা’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, কঠিন প্রতিকূলতা কাটিয়ে উঠতে পেরেছে বলে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্বাধীনতা লাভের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আবির্ভূত হয়েছিল।

গতকাল বুধবার (২৯ জুন) ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিটার হাস বলেন, চলতি বছরে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে যুক্তরাষ্ট্র। তার দেশের মতো বাংলাদেশও স্বাধীনতা লাভের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের পরে আবির্ভূত হয়েছে। তাই বাংলাদেশের প্রতি তার দেশ শ্রদ্ধা জানিয়েছে।

তিনি আরো বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কি বয়ে আনবে এবং বাংলাদেশ ভবিষ্যতে কি বয়ে আনবে তার জন্য যুক্তরাষ্ট্র অপেক্ষা করছে।

আমেরিকার প্রতিষ্ঠাতারা আরো নিখুঁত ঐক্য গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন উল্লেখ করে পিটার হাস বলেন, আমরা আমাদের গণতন্ত্রের দুর্বলতার বিষয়গুলো প্রতিদিন মোকাবিলা করি।

সূত্র: বাসস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫