Logo
×

Follow Us

বাংলাদেশ

মসজিদে আজান দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৮:৫২

মসজিদে আজান দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্থানীয় এক মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামসুন নুর (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

দোহালিয়া ইউনিয়নের জীবনপুর গ্রামে গতকাল বুধবার (২৯ জুন) এক মসজিদে মাগরিবের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

সামসুন নুর ওই গ্রামের মৃত রোয়াব উল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল বুধবার মাগরিবের নামাজের জন্য মসজিদে যাওয়ার পর মুয়াজ্জিন না থাকায় নিজেই আজান দিতে মাইক্রোফোন হাতে নেন নুর। সেই মাইক্রোফোনে স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জিয়াউর রহমান জানান, বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুন) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫