Logo
×

Follow Us

বাংলাদেশ

টেকনাফে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২২, ১৮:১৯

টেকনাফে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

ডাকাতদের স্বীকারোক্তিতে উদ্ধারকৃত অস্ত্র। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ডাকাত আবু হুরাইরাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। এসময় ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩০ জুন) ভোররাতে টেকনাফ-শামলাপুর মেরিন ড্রাইভ সড়কের জাহাজপুরা থেকে তাদের আটক করা হয়। দুপুরে এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

আটককৃতরা হলেন- টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামের মৌলভী মকসুদুর রহমানের ছেলে আবু হুরাইরা মোহাম্মদ (২৬), একই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে মোরশেদ আলম (২১) ও ঝুপপাড়া এলাকার হায়দার আলীর ছেলে নুরুল ইসলাম (৩৮)। 

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, গত ৭ জুন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার একটি বিয়ে বাড়ি ও ১৮ জুন হোয়াইক্যং-শাপলাপুর সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটে। দুই ডাকাতির ঘটনায় টেকনাফজুড়ে ভীতির সৃষ্টি হয়। ওই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে টেকনাফ থানায় মামলার পর মো. সাকিল (২০), মো. আমানউল্লাহ (২৪), মো. আরাফাত (২৭), মো. সাকিব হাসান (২৪), মো. নুরুল আমীন (২৫), মো. আইয়েছ ওরফে আজিজ (২২) র‌্যাবের হাতে আটক হয়। 

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং এসব ডাকাতির সাথে চক্রের মূলহোতা আবু হুরাইরা ও তার ডানহাত হিসেবে পরিচিত মোরশেদ ও নুরুল ইসলামের জড়িত থাকার কথা জানান। এরপর র‌্যাব অভিযান চালিয়ে আবু হুরাইরাসহ অভিযুক্তদের আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তিতে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজমপাড়া এলাকার ঝাউবাগানের ভিতরে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ২টি এসবিবিএল, ২টি থ্রি কোয়ার্টার গান, ২টি দেশীয় পিস্তল, এক রাউন্ড গুলি ও ডাকাতিকৃত ৮টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫