Logo
×

Follow Us

বাংলাদেশ

মোটরসাইকেল চলাচলে নতুন বিধিনিষেধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২২, ১৮:৪৬

মোটরসাইকেল চলাচলে নতুন বিধিনিষেধ

ফাইল ছবি

ঈদযাত্রায় ৭- ১৩ জুলাই সাতদিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

আজ রবিবার (৩ জুলাই) সচিবালয়ে ঈদযাত্রা নিয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। 

তিনি জানান, ঈদযাত্রায় মহাসড়কে রাইড শেয়ারিং বা ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করা যাবে না। 

এদিন বিকেলে সচিবালয়ে আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন সচিব বলেন, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিনদিন, ঈদের দিন এবং ঈদের পরের তিনদিন- এই সাতদিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। 

এর ব্যাখ্যায় তিনি বলেন, ঢাকার মোটরসাইকেল ঢাকায় চালাতে হবে। চট্টগ্রামের মোটরসাইকেল চট্টগ্রামে এবং বরিশালের মোটরসাইকেল বরিশালে চালাতে হবে। জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে পুলিশের অনুমতি নিয়ে যাওয়া যাবে। এ বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করবে।

সভার কার্যপত্রে বলা হয়েছে, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন যে জেলা থেকে গ্রহণ করা হয়েছে, ঈদের দিনসহ আগে ও পরে সাতদিন ওই জেলায় চলাচল সীমিত থাকবে। 

তবে সভা সূত্র জানিয়েছে, সভায় ঈদযাত্রায় মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাব উঠলেও তা অনুমোদন পায়নি। বরং ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচল নিরুৎসাহিত করার সিদ্ধান্ত হয়েছে। 

ওই সূত্র জানায়, লাখ লাখ মোটরসাইকেল চলাচলে নিবৃত্ত করা দুরূহ কাজ। তাই সভায় সর্বসম্মতিক্রমে মোটরসাইকেল চলাচল নিরুৎসাহিত করার সিদ্ধান্ত হয়। 

সূত্রটি বলেন, চাঁদপুর থেকে লক্ষ্মীপুরের দূরত্ব ১০ কিলোমিটার। মহাসড়ক ছাড়াও গ্রামীণ সড়ক রয়েছে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার। মোটরসাইকেল আটকাতে গেলে বিশৃঙ্খলা আরো বাড়তে পারে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫