Logo
×

Follow Us

বাংলাদেশ

ঘাট বাঁধার বিরোধে প্রাণ গেল যুবকের

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২২, ১৯:৪৮

ঘাট বাঁধার বিরোধে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পুকুরে ঘাট বাঁধার বিরোধের জেরে নাজিবুল নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ রবিবার (৩ জুলাই) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। নিহত নাজিবুল উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকার তকলিবুদ্দিনের ছেলে।

জানা যায়, সকালে পুকুরে ঘাট বাঁধা নিয়ে চাচাতো ভাই নাজিমুল ও সেপুল মিয়ার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দুই পরিবারের মধ্য সংঘর্ষ হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে নাজিবুল নামে এই যুবক আহত হন৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুনের ঘটনার সত্যতা স্বীকার করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ সুরতহাল করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫