Logo
×

Follow Us

বাংলাদেশ

‘গোপন বৈঠক’ থেকে বিএনপির ১২ নেতাকর্মী আটক

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ১৭:৩১

‘গোপন বৈঠক’ থেকে বিএনপির ১২ নেতাকর্মী আটক

‘গোপন বৈঠক’ থেকে আটককৃত বিএনপির ১২ নেতাকর্মী। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে সরকারবিরোধী ‘গোপন বৈঠক’ থেকে ইউপি চেয়ারম্যানের ভাইসহ বিএনপি’র ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল সোমবার (৪ জুলাই) রাতে উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আমিনুল হক শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে ১১ জন এবং পরে আরো একজনকে আটক করে পুলিশ। এসময় বেশ কিছু জিআই পাইপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- বার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী আমিনুল হক শাহিন, একই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা ও বিএনপি কর্মী কাইউম খান, রুহুল আমীন, মন্টু খান, রেজাউল মোল্লা, জাফর হাওলাদার, এনায়েত হোসেন, সাইফুল ইসলাম, সামিউল বেপারী, মুন্না বেপারী, আকাশ খন্দকার ও আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামের ইত্তেখার তালুকদার।

মামলার বাদী গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বার্থী গ্রামের জনৈক আমিনুল হক শাহিনের বাড়িতে গৌরনদী-আগৈলঝাড়ার ১৫-২০ জন লোক সরকার বিরোধী নাশকতার ছক আঁকছে। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে বিএনপি’র ১২ নেতাকর্মীকে আটক করা হয়। তবে এসময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে, পুলিশ নাশকতার পরিকল্পনার কথা বললেও আটককৃতদের পরিবারের দাবি ভিন্ন। তারা বলছেন, বিএনপি নেতা আমিনুল হক শাহিনের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাই ওই বাড়িতে গিয়েছিল। সেখানে কোনো গোপন বৈঠক হয়নি। রাজনৈতিক কারণে পুলিশ তাদের আটক করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫