Logo
×

Follow Us

বাংলাদেশ

গাজীপুরে ঝুট গোডাউনের আগুন নিভেছে

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ০২:২০

গাজীপুরে ঝুট গোডাউনের আগুন নিভেছে

প্রতীকী ছবি

গাজীপুরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের প্রচেষ্টায় রাত ১২টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে মঙ্গলবার (৫ জুলাই) রাত ৯ টায় ওই আগুনের সূত্রপাত হয়।

ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, ‘রাত ৯টার সময় প্রথমে খায়রুল ইসলামের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে মামুন ও রাসেলের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফয়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং এর কাজ চলছে। আগুনে চারটি গোডাউন পুরে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিমাপ করা যায়নি।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫