Logo
×

Follow Us

বাংলাদেশ

রেলপথ, সড়কপথ কোনো পথেই ঈদযাত্রায় নেই শান্তি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ১১:৪৭

রেলপথ, সড়কপথ কোনো পথেই ঈদযাত্রায় নেই শান্তি

রাজধানীর কমলাপুর স্টেশন থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

সপ্তাহের শেষ কর্ম দিবস হওয়ায় ঈদযাত্রায় আজ রেলপথ ও সড়কপথ সব পথেই ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড় বেড়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

গতকাল বুধবার (৬ জুলাই) কিছুটা স্বস্তি গেলেও আজ বৃহস্পতিবার (৭ জুলাই) তিল ধারণের ঠাঁই নেই ট্রেনে। অনেকে ছাদে ওঠারও চেষ্টা করলে তাদের নামিয়ে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর স্টেশনে সকালে সময়মতো ছেড়েছে বেশিরভাগ ট্রেন। তবে ধূমকেতু এক্সপ্রেস ও নীল সাগর এক্সপ্রেসে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

এবার যাত্রীদের দুর্ভোগ কমাতে জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশনে যাত্রী ওঠার সুযোগ রাখেনি রেল কর্তৃপক্ষ। 

বঙ্গবন্ধু সেতু দীর্ঘ ২৫ কি.মি যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

অন্যদিকে, মহাসড়কগুলোতে আগের চেয়ে দ্বিগুণ চাপ বেড়েছে। সড়কের বিভিন্ন স্থান থেকে বাসে উঠতে ভিড় করছেন যাত্রীরা।

আর ঢাকা থেকে বেরোনোর প্রতিটি পথেই যানজট সৃষ্টি হয়েছে। 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের তীব্র চাপ আজ বৃহস্পতিবার সকাল থেকেই। ফলে, এ সড়কে যান চলাচলের গতি ধীর। ঢাকা ছাড়ার পর গাজীপুর থেকেই যানবাহনের চাপ বাড়ছে। 

কিছুটা ভিড় বেড়েছে মাওয়ার পথেও। পদ্মা সেতুর কারণে ফেরি পারাপারে তেমন চাপ না থাকলেও এ পথে যান চলাচল বেড়েছে। 

যানবাহনের চাপ রয়েছে ঢাকা-মানিকগঞ্জ সড়কেও। তবে, পাটুরিয়া ঘাটে যানবাহনের উপস্থিতি এখনো কম। দুপুরের পর থেকে যান চলাচল বাড়তে পারে এ পথে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫