
চট্টগ্রামের ম্যাপ।
চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে চন্দ্রঘোনাগামী একটি বাস খাদে পড়ে উল্টে গিয়ে জাহানারা (৫৫) ও ইমাম (৪৫) নামের দুইজনের মৃত্যু হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
ঘটনাস্থলে থাকা রাউজান ফায়ার স্টেশনের কর্মকর্তা লিটন হাওলাদার জানান, বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ছেড়ে আসে ওই বাসটি পাহড়তলীতে খাদে পড়ে উল্টে যায়। এখন পর্যন্ত দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।