Logo
×

Follow Us

বাংলাদেশ

মাংসের কেজি মাত্র ৩০০ টাকা!

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২২, ২০:০২

মাংসের কেজি মাত্র ৩০০ টাকা!

কম দামে কোরবানির মাংস বিক্রি। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাত্র ৩০০-৩৫০ টাকা কেজি ধরে গরু কিংবা খাসির মাংস বিক্রি হচ্ছে। যেখানে সাধারণ সময়ে  গরু ৬০০-৭০০ টাকা আর খাসি বিক্রি হয় ৮০০-৯০০ টাকায়। এত কম দামে কিভাবে সম্ভব!

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদুল আযহা উপলক্ষে বিত্তবানদের বাড়ি থেকে কোরবানিকৃত পশুর মাংস সংগ্রহ করে তা কম দামে বিক্রি করছেন অনেকে। যা ৩০০-৩৫০ টাকা কেজি দরে ছোট ছোট হোটেলগুলো কিনে নিচ্ছে। আবার যাদের বেশি দামে মাংস কিনে খাওয়ার সামর্থ নেই, তারাও কিনছেন।

মোহাম্মদপুর এলাকার মাংস বিক্রেতা জামাল উদ্দিন জানান, তিনি ভ্রাম্যমাণ মানুষের বিক্রি করা মাংস কিনে নিয়েছেন। ২৫০-২৭০ টাকা কেজি দরে এসব মাংস কিনে নিজেই তা আবার বিক্রি করছেন ৩৫০ টাকায়। কেজি হিসেবে মাংস বিক্রির পাশাপাশি ‘ভাগ’ হিসেবেও মাংস বিক্রি করছেন তিনি।

ঈদুল আযহার নামাজ আদায়ের পর মাংস সংগ্রহে নামেন রিকশাচালক হোসেন আলী। দুপুর পর্যন্ত ১৫ কেজি মাংস সংগ্রহ করেন। পরে এক দোকানির কাছে ৩০০ টাকা দরে এসব মাংস বিক্রি করে দেন।

বিত্তবানদের কোরবানিকৃত করা মাংস সংগ্রহ করে বিক্রি করছিলেন গৃহকর্মী হাজেরা বেগম। তিনি বলেন, ঢাকা শহরে যারা কোরবানি দেন তারা অনেক মাংস আমাদের মতো গরিবদের দেন। অনেক মাংস পাওয়া যায় সেজন্য বেশির ভাগই বিক্রি করে দেওয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫