
সরদঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত
ঈদের ছুটি গতকাল সোমবার (১১ জুলাই) শেষ হয়েছে। আজ মঙ্গলবার (১২ জুলাই) থেকে খোলা অফিস-আদালত। তবে ঈদের তৃতীয় দিনেও সবাই ছুটির আমেজেই রয়েছেন। তাই এখনো ঈদ শেষে সাধারণ মানুষ হয়নি রাজধানীমুখী। তাই চাপও নেই সরদঘাট লঞ্চ টার্মিনালে।
সরেজমিনে দেখা যায়, আজ মঙ্গলবার ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনাল ছিল অনেকটাই ফাঁকা। বিভিন্ন জেলা থেকে রাতে ছেড়ে আসা অধিকাংশ লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়েছে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে।
বরগুনা থেকে আসা যাত্রী মো. জাকারিয়া বলেন, ‘আমার অফিস শুরু আজকে থেকে, তাই তাড়াতাড়ি ফিরতে হলো। আমি একাই ফিরেছি, আমার স্ত্রী- সন্তানরা বাড়িতেই আছে। ওদের ইচ্ছা করেই রেখে এসেছি, সহজে ছুটি মিলে না, একটু বেড়িয়ে আসুক।’
জাকারিয়া যে লঞ্চে চড়ে ঢাকায় ফিরেছেন সেটিও অনেকটাই ফাঁকা ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আজকে আমার মনে হয়ে যাদের খুব জরুরি কাজ আছে, শুধু তারাই ঢাকায় ফিরেছেন। কারণ, আমি যে লঞ্চে এসেছি তার প্রায় অর্ধেকের মত ফাঁকা ছিল।’
ভোলা থেকে আসা রমিজউদ্দিনও জানালেন ফাঁকা লঞ্চের কথা। তিনি বলেন, ‘আমার লঞ্চ প্রায় ২০ পারসেন্ট খালি ছিল। আরাম করেই আসলাম। যাত্রীদের ফেরার চাপ তেমন নেই। আসার সময় দেখলাম যাত্রী না পাওয়ায় অনেক লঞ্চ ভোলা থেকে ছাড়েনি।’
সদরঘাট লঞ্চ টার্মিনালের গেইটম্যান আলাউদ্দিন মঞ্জুর বলেন, ‘এখনো ঢাকায় ফিরতে মানুষের চাপ শুরু হয়নি। মনে হয় কাল-পরশু থেকে চাপ আস্তে আস্তে বাড়বে। আজকে যে পরিমাণ যাত্রী সদরঘাটে নেমেছে, অন্যান্য সাধারণ দিনেও তার চেয়ে বেশি থাকে।’
দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগে পদ্মা সেতু চালুর পর প্রথম ঈদে এবার সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়ি ফেরা মানুষের ভিড়ের চিত্রও ছিল অনেকটাই ভিন্ন।
ঈদযাত্রা শুরু পর তেমন ভিড় লক্ষ্য করা যায়নি টার্মিনালে। তবে সেই চিত্র কিছুটা বদলায় ঈদের আগের দুদিনে। তখন লঞ্চে বাড়ি ফিরতে বেশ ভিড় ছিল।