Logo
×

Follow Us

বাংলাদেশ

মোংলা বন্দরে দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১৭:০৬

মোংলা বন্দরে দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত

মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে দুর্ঘটনায় আহত নৌবাহিনীর সদস্য এ্যাভেল সিম্যান এম এইচ এরশাদ মারা গেছেন।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনার একটি হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় তিনি মারা যান। মোংলা বন্দর কতৃপক্ষের গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ রাহাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে মোটরসাইকেলে চড়ে নৌবাহিনীর সিম্যান এইচ এম এরশাদ ও সৈনিক মামুনুর রশিদ জেটি দিয়ে যাওয়ার সময় বাণিজ্যিক জাহাজ থেকে নামানো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাদেরকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এরশাদের অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় এরশাদ মারা যান।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, সিংগাপুরী পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি বাইকিং এমারেল্ড থেকে গাড়ি নামানোর কাজ চলছিলো। পাশ থেকে মোটর সাইকেলে যাওয়ার সময় একটি গাড়ির সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে নৌবাহিনীর সিম্যান এইচ এম এরশাদ ও সৈনিক মামুনুর রশিদ গুরুতর আহত হন। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরবর্তীতে হাসপাতালে চিকিসাধীন অবস্থায় এরশাদ মারা যান। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫