Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত হাজারের বেশি, মৃত্যু ২

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ১৭:০৫

করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত হাজারের বেশি, মৃত্যু ২

করোনা পরীক্ষা। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ১০৫১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, একই সময়ে মৃত্যু হয়েছে ২ জনের। শুক্রবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বুলেটিনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সেহিসেবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ১১ দশমিক ৫৫ শতাংশ। আগের দিন এই হার ১১ দশমিক ৮৯ শতাংশ ছিল।

নতুন শনাক্ত ১০৫১ জনের মধ্যে ৪৩০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

এদিকে নতুন করে আক্রান্তদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ১,৯৫৭ জন কোভিড রোগী সুস্থ হয়েছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫