Logo
×

Follow Us

বাংলাদেশ

বিয়ের দাওয়াত না পেয়ে হামলা-ভাঙচুর, আহত ২৫

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ১৮:০১

বিয়ের দাওয়াত না পেয়ে হামলা-ভাঙচুর, আহত ২৫

বিয়ের দাওয়াত না পেয়ে হামলা-ভাঙচুর। ছবি: ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় বিয়েতে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) সকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাইককান্দি গ্রামের জাকির মোল্লার ছেলে জুনাইদ মোল্লা গত মঙ্গলবার (১২ জুলাই) বিয়ে করেন। এই অনুষ্ঠানে গ্রাম্য মাতবর সিরাজ মোল্লা দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হন। এরই জের ধরে শুক্রবার সকালে সিরাজ মোল্লা ও তার সমর্থকরা জুনাইদ মোল্লার ওপর হামলা চালায়।

এ সময আত্মরক্ষা করতে জুনাইদ দৌড়ে সিরাজ মোল্লার প্রতিপক্ষ ইউসুফ মোল্লার বাড়িতে আশ্রয় নেন। সিরাজ মোল্লা ও তার সমর্থকরা ইউসুফ মোল্লার বাড়িঘর ভাঙচুর করেন।

এরপর দু'পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫