
লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্র। ফাইল ছবি
নেত্রকোণার খালিয়াজুরীতে ঝগড়ার সময় বড় ভাই মিলন মিয়ার (৪২) ঘুষির আঘাতে ছোট ভাই মুক্তার মিয়া (৩৭) মারা গেছেন।
গতকাল শনিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ রাতেই নিহতের বড় ভাই মিলন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আটক মিলন মিয়া ও নিহত মুক্তার মিয়া ওই কান্দাপাড়া গ্রামের কেনু মিয়ার ছেলে। মুক্তার মিয়া কাঠ বিক্রেতা ছিলেন। মিলন মিয়াও একই ব্যবসার সাথে জড়িত।
স্থানীয়দের বরাত দিয়ে লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে মুক্তার তার মা ও বোনের সাথে তর্ক করছিলেন। পারিবারিকভাবে টাকা লেনদেনের বিষয় নিয়ে এই তর্ক চলছিল। এরই মাঝে কথা কাটাকাটিতে যুক্ত হন মুক্তারের বড় ভাই মিলন। একপর্যায়ে উত্তেজিত হয়ে মুক্তারকে একটি ঘুষি মারেন বড় ভাই। এতে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান মুক্তার।
তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিলনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে মামলা নেওয়া হবে।