বেশি দামে নাপা সিরাপ বিক্রি, জরিমানা ২৪ হাজার টাকা

রংপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ২১:১২

ছবি : সংগৃহীত
রংপুরে নির্ধারিত মূল্যের চেয়ে
বেশি দামে নাপা সিরাপ বিক্রি করাসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও স্যাম্পল বিক্রির
অপরাধে পাঁচ ফার্মেসিকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১৭ জুলাই) বিকেলে রংপুর
নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রংপুর
বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী
পরিচালক বোরহান উদ্দিন। এতে সহযোগিতা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ।
এ তদারকি অভিযানের নগরীর ধাপ
জেল রোডে অবস্থিত রায়হান মেডিসিনকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নাপা সিরাপ
বিক্রয় ও স্যাম্পল ওষুধ বিক্রয় করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায়
মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে মজিদুল ফার্মেসিকে ৩ হাজার, নাবিয়্যাম
ফার্মেসিকে ৫ হাজার, ভাই ভাই মেডিসিন ও সার্জিক্যালকে ৫ হাজার টাকা এবং আলম মেডিসিনকে
১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি
অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের
সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।
তিনি বলেন, জরিমানা করা আমাদের
উদ্দেশ্য নয়। আমরা অভিযান চলাকালে মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী,
ক্রেতা ও বিক্রেতাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত ও সচেতন করার চেষ্টা
করছি।