
অধ্যক্ষ সেলিম রেজার দপ্তরে দলবল নিয়ে এমপি। ছবি: রাজশাহী প্রতিনিধি
এবার লাঞ্ছনার শিকার অধ্যক্ষ সেলিম রেজার দপ্তরে দলবল নিয়ে ঘুরে এলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরী।
আজ রবিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজাবাড়ী ডিগ্রি কলেজে গিয়ে অধ্যক্ষের পাশে প্রায় আধাঘণ্টা বসেছিলেন। এসময় কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদুল হক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গত ৭ জুলাই এই কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকেই এমপি ওমর ফারুক চৌধুরী মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পরে দেশব্যাপি আলোচনা-সমালোচনার ঝড় উঠলে ১৪ জুলাই অধ্যক্ষকে নিয়ে নিজের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন ওমর ফারুক চৌধুরী। সেখানে অধ্যক্ষ সেলীম রেজা দাবি করেছিলেন, এমপি তাকে মারধর করেননি।
এদিকে শনিবার (১৬ এপ্রিল) সংবাদ সম্মেলন করে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের একটি অডিও রেকর্ড দেন। দাবি করা হয়, এটি অধ্যক্ষ সেলিম রেজা ও আওয়ামী লীগের এক নেতার কথোপকথন। অডিওতে শোনা যায়, নিজেকে অধ্যক্ষ দাবি করা ব্যক্তি এমপির হাতে মারধর শিকার হওয়ার ঘটনা বর্ণনা করছেন।
পরবর্তীতে রবিবার (১৭ এপ্রিল) এমপি ওমর ফারুক চৌধুরী প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে লাইভ সাক্ষাতকার দেন সেলিম রেজা। পোর্টালটির ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক নিজেই ওই অধ্যক্ষের দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণ করেন। ওই সময় এমপি নিজেও কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকারে অধ্যক্ষ সেলিম রেজা বলেন, আসাদুজ্জামান আসাদ যে অডিও রেকর্ড প্রকাশ করেছেন সেটি তার না। অডিওটি তার ভয়েস ক্লোন করে বানানো। অধ্যক্ষ সেলিম রেজার দাবি, আসাদ তাকে দেখতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি মারধরের কোনো বর্ণনা দেননি।
হঠাৎ কলেজে যাওয়ার কারণ জানতে এমপি ওমর ফারুক চৌধুরীকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের অভিযোগটি তদন্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের কমিটি। ১৪ জুলাই থেকে কমিটির সদস্যরা রাজশাহীতে আছেন। আসাদুজ্জামান আসাদের দেওয়া অডিওতে দুই ব্যক্তির কথোপকথনে আরো যেসব ব্যক্তির নাম এসেছে কমিটির সদস্যরা তাদের সাথে কথা বলেছেন। তবে এবিষয়ে তদন্ত শেষে গণমাধ্যমে কথা বলবেন বলে জানিয়েছেন, তদন্ত কমিটির প্রধান জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।