Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিতে অটোরিকশা চালকের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১১:১৭

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিতে অটোরিকশা চালকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অটোরিকশা চালক মো. মামুন হাওলাদার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন।

গতকাল রবিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ওই সিএনজি চালককে ছিনতাইয়ের জন্য ছুরি মারেন এক ব্যক্তি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যান। আজ সোমবার (১৮ জুলাই) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা আরিফ জানান, আমার চাচা পেশায় সিএনজি চালক। গতকাল একটা ট্রিপ নিয়ে খিলগাঁও তালতলা এলাকায় যান। পথের মধ্যে ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে ১৫০০ টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন। আজ ভোর ৪টায় তিনি মারা যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫