মো. আবদুল্লাহ (১৬)
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আবদুল্লাহ (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ বুধবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিখোঁজ স্কুলছাত্র আবদুল্লাহ রাজধানীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র এবং এবারের এসএসসি পরীক্ষার্থী। তাদের বাসা মহাখালী ডিওএইচএস-এ। তবে তার পিতা সেনাবাহিনীতে কর্মরত বলে জানা গেলেও তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিবারের সাথে বেড়াতে এসে অভিভাবকদের না জানিয়ে চারজন মিলে ইনানীর সমুদ্র সৈকতে গোসল করতে নামেন আবদুল্লাহ।
এসময় ঢেউয়ের তোড়ে গোসলে নামা চারজনের মধ্যে তিনজন উপরে উঠতে পারলেও আবদুল্লাহ ডুবে যান।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করেছে ট্যুরিস্ট পুলিশ। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে খবর দেয়া হয়েছে। তারাও ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
