Logo
×

Follow Us

বাংলাদেশ

কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মৌন মিছিল

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ২০:৩১

কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মৌন মিছিল

সাংবাদিক হত্যার প্রতিবাদে কালোব্যাজ ধারণ ও মৌন মিছিল। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সাংবাদিক হসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও জড়িত খুনিদের গ্রেপ্তার দাবিতে জেলার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে আহুত কালোব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব চত্বর থেকে কালোব্যাজ ধারণসহ মৌন মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেইটে গিয়ে শেষ হয়।

মৌন মিছিলে কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়ার সভাপতি নুর আলম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলামসহ অন্তত ১০০ গণমাধ্যমকর্মী অংশ নেন।

সর্বস্তরের সাংবাদিকদের এই আন্দোলনের সমন্বয়ক কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলার সাংবাদিক নেতারা কুষ্টিয়া প্রেসক্লাব, কেপিসি, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টারস ক্লাব, সাংবাদিক অধিকার ফোরাম, অনলাইন প্রেস ক্লাসসহ সাংবাদিকদের সকল সংগঠনের স্ব-স্ব ব্যানারে অংশগ্রহণের মধ্যে দিয়ে সংহতি প্রকাশ করেছে। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা সংহতি জানিয়ে অংশগ্রহণ করে এই মৌন মিছিলে।

এসময় নেতারা সাংবাদিক রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোসহ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তার দাবি করেছে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিক নেতারা। নৃশংস এই হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পুলিশ ও মামলার সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এ ঘটনায় ন্যূনতম সন্তোষজনক কোনো তথ্য উপস্থাপনে ব্যর্থ হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। আন্দোলনের সমন্বয়ক কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ অবিলম্বে সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি করেন। সেই সাথে দাবি আদায়ে আগামী ২৪ জুলাই  সকাল থেকে আমরণ অনশন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকল সাংবাদিকদের আহ্বান জানান।

জানা গেছে, নিখোঁজের ৫ দিন পরে গত ৭ জুলাই দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) নিচে গড়াই নদী থেকে হাসিবুর রহমান রুবেলের (৩১) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন শুক্রবার (৮ জুলাই) ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে পৌর গোরস্থানে জানাজা শেষে নিহত সাংবাদিক রুবেলের দাফন সম্পন্ন করা হয়।

এর আগে ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে অবস্থান করছিলেন। এসময় মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে ‘বাইরে থেকে আসছি’ বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে নিখোঁজের ৫ দিন পরে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গত ৮ জুলাই শুক্রবার রাতে কুমারখালী থানায় রুবেলের চাচা মিজানুর রহমান মেজর বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

হাসিবুর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকেরা।

নিহত রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫