Logo
×

Follow Us

বাংলাদেশ

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন সৈয়দ রেজাউর রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ২২:০৪

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন সৈয়দ রেজাউর রহমান

সৈয়দ রেজাউর রহমান। ফাইল ছবি

জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

আজ বুধবার (২০ জুলাই) বিকেলে কাউন্সিল ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম সভায় তাঁকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সভায় ভাইস চেয়ারম্যানসহ স্ট্যান্ডিং কমিটি নির্বাচিত করা হয়।

সভায় সৈয়দ রেজাউর রহমানকে ভাইস চেয়ারম্যান ও মোখলেসুর রহমান বাদলকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, রবিউল আলম বুদুকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এবং আবদুল বাতেনকে লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এছাড়া একরামুল হককে ল' রিফর্ম কমিটি, এএফএম রুহুল আনাম চৌধুরী মিন্টুকে হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটি, আনিছ উদ্দিন আহমেদ শহিদকে হাউজ কমিটি, মো. জালাল উদ্দিন খানকে রিলিফ কমিটি, মো. আব্দুর রহমানকে রোল অ্যান্ড পাবলিকেশন্স কমিটি এবং মোহাম্মদ সাঈদ আহমেদ রাজাকে কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। আগামী তিন বছর এই পদে দায়িত্ব পালন করবেন তারা।

গত ২৫ মে সারাদেশে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৪টি আসনের বিপরীতে ১০টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। আর চারটিতে জয় পায় বিএনপি সমর্থিত নীল প্যানেল।

তিন বছর পর বার কাউন্সিল নির্বাচন হয়। বার কাউন্সিল নির্বাচনে ১৪টি পদ বা আসনে ভোট হয়। এর মধ্যে সাধারণ আসনে (দেশজুড়ে) সাতজন ও সাতটি অঞ্চলভিত্তিক আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে থাকেন। সরাসরি ভোটে নির্বাচিত ১৪ সদস্যের ভোটে নির্বাচিত হন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫