রাজধানীর উত্তরখানে গ্যাস বিস্ফোরণ, আগুনে পুড়লো একই পরিবারের তিনজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ১০:৪৩

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
রাজধানীর উত্তরখান বড়বাগ এলাকার একটি বাসার রান্নাঘরে গ্যাসের লাইনে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছে।
গতকাল বুধবার (২০ জুলাই) রাত এগারোটার দিকে এই ঘটনাটি ঘটে।
দগ্ধ তিন জনকে উদ্ধার করে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১টার দিকে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন- আব্দুল মালেক (৬৫), তার স্ত্রী মোছা. নাজমা বেগম (৫০) ও তার নাতি মো. সাফওয়ান (৬)।
দগ্ধ আব্দুল মালেকের জামাই সুজন মিয়া বলেন, উত্তরখান বড়বাগ এলাকার ২২০ নম্বর বাসার রান্নাঘরে গ্যাস লাইনের লিংকেজ থেকে এই আগুনের ঘটনাটি ঘটে। আমার শাশুড়ি বাথরুমে গেলে আমার শ্বশুড় রান্নাঘরে গিয়ে রুটি ভাজার জন্য ম্যাচ লাইটার দিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ আগুন লেগে যায়। পরে আমার শ্বশুরকে বাঁচাতে গিয়ে আমার স্ত্রী ও আমার ছেলে আগুনে পুড়ে যায়।
শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল মালেকের ২০ শতাংশ শরীর, তার স্ত্রী নাজমা বেগমের ১০ শতাংশ শরীর ও নাতি সাফওয়ানের ১৮ শতাংশ শরীর আগুনে পুড়ে গেছে। দুজনকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। আর একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।
তিনি আরো জানান, মালেক ও তার নাতিকে কোনোভাবেই শঙ্কামুক্ত বলা যাবে না।