Logo
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জে ভটভটিতে ট্রেনের ধাক্কা, নিহত ৫

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ২৩:৫২

গোপালগঞ্জে ভটভটিতে ট্রেনের ধাক্কা, নিহত ৫

প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় সিমেন্ট মিক্সারবাহী ভটভটিতে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন। 

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে উপ‌জেলার কাঠামদরস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত‌দের বাড়ি কা‌শিয়ানী উপ‌জেলার পারু‌লিয়া গ্রামে।

রাজশাহী থেকে ছে‌ড়ে আসা গোপালগঞ্জগামী টু‌ঙ্গিপাড়া এক্স‌প্লে‌স ট্রেনটি শ্রমিক বোঝাই সিমেন্ট মিক্সারবাহী ভটভটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লে পাঁচ শ্রমিক নিহত হয়। আহত হয়েছে ক‌য়েকজন।

গোপালগঞ্জ ফায়ার সা‌র্ভি‌সের উপসহকারী পরিচালক আব্দুল কালাম জানান, নিহতের সংখ্যা বাড়‌তে পা‌রে। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক ব‌লে জানান তি‌নি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫