Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানের নাম-লোগো দিয়ে ভুয়া পুরস্কারের বার্তা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১৫:৩৮

বিমানের নাম-লোগো দিয়ে ভুয়া পুরস্কারের বার্তা

বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫০ বছর পূর্তি উপলক্ষে পুরস্কার দেওয়ার নামে কিছু অসাধু চক্র বিভিন্ন মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে।

শুক্রবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।  

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইদানীং লক্ষ করা যাচ্ছে, কিছু অসাধু চক্র বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫০ বছর পূর্তি উপলক্ষে পত্রিকা, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ অন্যান্য মিডিয়ায় বিমানের লোগো ব্যবহার করে পুরস্কার বিতরণের বার্তা দিচ্ছে। এ বিষয়ে বিমানের কোনো সংশ্লিষ্টতা নেই।’

এতে আরো বলা হয়, বিমানের নাম ও লোগো ব্যবহার করে পুরস্কারের বার্তায় বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫