নেত্রকোনায় শ্রমিকলীগ নেতার স্মরণ সভা অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১৬:০৭

আয়তুল ইসলামের স্মরণে স্মরণ সভা ও মিলাদ মাহফিল। ছবি: নেত্রকোনা প্রতিনিধি
সন্ত্রাসী হামলায় নিহত নেত্রকোনা সদর উপজেলা শাখা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আয়তুল ইসলামের স্মরণে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২ জুলাই) বাদ জুম্মা জেলা শহরের ছোট বাজার এলাকায় জেলা জাতীয় শ্রমিকলীগ কার্যালয়ে আয়াতুল ইসলামের স্মরণে শ্রমিকলীগ নেত্রকোনা সদর উপজেলা শাখার আয়োজনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- শ্রমিকলীগ নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক মো. আশরাফ আলী সরকার, যুগ্ম-আহ্বায়ক রহমত আলী, জাতীয় শ্রমিকলীগ নেত্রকোনা সদর উপজেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন জসিম পাঠান, আওয়ামী লীগ নেতা ছোয়াব আলী, যুবলীগ নেতা মোখলেছুর রহমান, কৃষক লীগ নেতা আব্দুর রাজ্জাক, তাঁতিলীগ জেলা শাখা সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।