Logo
×

Follow Us

বাংলাদেশ

‘বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন করবে বর্তমান কমিশন’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১৩:১২

‘বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন করবে বর্তমান কমিশন’

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

বর্তমান নির্বাচন কমিশন বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

আজ রবিবার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাথে সংলাপের পর তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশে সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্বাচন সংস্কৃতি পরিবর্তন।

সংলাপে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, না ভোট চালু করা, ইভিএমে ভোট না নেয়া, অপরাধী ও ঋণ খেলাপিদের প্রার্থিতা বাতিল, সংসদে সংরক্ষিত মহিলা আসন বাতিল, রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্য বিলুপ্তির দাবি জানানো হয়। 

এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করবে কমিশন।

এদিকে জাসদের সাথে সংলাপ শেষে বিকেল ৪টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাথে সংলাপে বসবে কমিশন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫