দিনাজপুরের লোহার খনি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পাওয়া যাওয়া লোহার খনির সম্ভাব্যতা যাচাইয়ে একটি পরামর্শক কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছে পেট্রোবাংলা।
সম্প্রতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাধীন আলিহাট এলাকায় বিপুল পরিমাণ লৌহ আকরিক সমৃদ্ধ শিলার সন্ধান পায় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। প্রাথমিকভাবে লোহার মজুদের পরিমাণ প্রায় ৬২৫ মিলিয়ন টন বলে ধারণা করা হচ্ছে।
পেট্রোবাংলা জানায়, খনির প্রাথমিক সমীক্ষার জন্য আজ সোমবার (২৫ জুলাই) পেট্রোবাংলার বোর্ডরুমে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাথে পরামর্শক ফার্ম ডিএমটি কনসালটিং লিমিটেডের চুক্তি সই হবে।
ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) জানায়, এর আগে ২০১৩ সালের দিকে হাকিমপুরের মুর্শিদপুর গ্রামে অনুসন্ধান কার্যক্রম চালানো হয়। তারই ধারাবাহিকতায় আলিহাটে দ্বিতীয় দফায় অনুসন্ধান করে এই মজুদ পাওয়া গেছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, সম্প্রতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় ৪২৬ থেকে ৫৪৮ মিটার গভীরতায় বিপুল পরিমাণ লৌহ আকরিক সমৃদ্ধ শিলার সন্ধান পাওয়া গেছে। শিলা স্তরগুলোর গড় পুরুত্ব ৬৮ মিটার। প্রাথমিকভাবে মজুদের পরিমাণ প্রায় ৬২৫ মিলিয়ন টন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক সমীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আলিহাট ইউনিয়নের ইশবপুর গ্রামে খনির সম্ভাব্যতা যাচাইয়ে গত ১৯ এপ্রিল দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ফিতা কেটে ড্রিলিং কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) ২২ সদস্যের একটি দল এই ড্রিলিং কার্যক্রম পরিচালনা করেন।