
সাতক্ষীরা জেলার মানচিত্র
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার ১৮ বছর পার হয়ে গেলেও, এখনো এমপিওভুক্ত হয়নি। সে কারণে বর্তমানে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।
জানা গেছে, ২০০৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত সুনামের সঙ্গে চলছে। বর্তমানে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক। ২০১০ সাল থেকে জেএসসি পরীক্ষায় ১০০ শতাংশ সাফল্য অর্জন ও এসএসসি পরীক্ষায়ও ব্যাপক সাফল্য পেয়ে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করে আসছে।
বর্তমানে বিদ্যালয়টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন- ডিজিটাল বাংলাদেশ গড়া ও নারী শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল শ্রেণিকক্ষ সংবলিত একটি তিন তলা ভবন নির্মিত হয়েছে।
এছাড়াও অবহেলিত নারী জনগোষ্ঠীকে আধুনিক শিক্ষা ও ডিজিটাইজেশন করার লক্ষ্যে বিদ্যালয়টিতে একটি ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ আছে। ১২ জন শিক্ষক ও চারজন কর্মচারী দ্বারা পরিচালিত আধুনিক ও সুন্দর পরিবেশের এ প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক ও কর্মচারীরা হতাশা প্রকাশ করেছেন। তারা বিদ্যালয়টি এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নারী শিক্ষার প্রসার ঘটাতে প্রতিষ্ঠাকাল থেকে এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতা নিয়ে ছাত্রীদের সর্বোচ্চ ভালো ফলাফলের জন্য চেষ্টা করে আসছি। বর্তমানে এ অঞ্চলের নারী শিক্ষা বিদ্যাপীঠের মধ্যে আমাদের বিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে; কিন্তু বিগত ১৮ বছরেও বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক ও কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন।