Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানের দাবি নাকচ করলো কলকাতা বিমানবন্দর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ১০:৪৫

বিমানের দাবি নাকচ করলো কলকাতা বিমানবন্দর

গত ১৮ জুলাই ১৫০ যাত্রীসহ বিমানের ফ্লাইট বিজি ৩৯৬ কলকাতা বিমানবন্দরে চার ঘণ্টা আটকে ছিলো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানের দাবি নাকচ করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। গত ১৮ জুলাই কারিগরি ত্রুটির জন্য বিমানের একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ৪ ঘণ্টা আটকে ছিল। বিমান দাবি করেছিল, কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের উড়োজাহাজ থেকে বের হওয়ার অনুমতি দেয়নি। তবে, সেই দাবি নাকচ করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। 

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ‘উড়োজাহাজে বোর্ডিং করা যাত্রীদের বিমানবন্দরে নেমে আসার ক্ষেত্রে নীতিগত কোনো বাধা ছিলো না। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী উড়োজাহাজের ভেতরে খাবার সংরক্ষিত ছিল। উড়োজাহাজে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার বা পানীয় না থাকতো সেক্ষেত্রে স্থানীয় এজেন্সি, যেমন তাজ স্ট্যাটস দ্রুততম সময়ে সেগুলো সরবরাহ করতে পারতো।

বাংলাদেশ বিমানের দাবি, ওইদিন কলকাতা বিমানবন্দরে আটকে থাকা উড়োজাহাজে বিদ্যুতের সরবরাহ না থাকায় এসি কাজ করছিল না। ফলে ভারতে চিকিৎসার জন্য আসা যাত্রীদের অনেকেই অসুস্থ বোধ করতে থাকেন।

এ বিষয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানকে কলকাতায় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেয় এয়ার ইন্ডিয়া। প্রয়োজনে এসি চালানোর জন্য ভূমি-ভিত্তিক বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্র উড়োজাহাজের সাথে সংযুক্ত করে তা চালানো যেতো। এছাড়াও, ভূমি-ভিত্তিক ও বহনযোগ্য এসিও আছে তাদের কাছে। তবে বিমানের ফ্লাইট পরিচালনাকারীরা এসব সেবার জন্য অনুরোধ জানাননি।

উল্লেখ্য, গত সোমবার (১৮ জুলাই) ১৫০ যাত্রীসহ বিমানের ফ্লাইট বিজি ৩৯৬ স্থানীয় সময় রাত ৯টা থেকে শুরু করে প্রায় চার ঘণ্টা কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদ হোসেন এর আগে জানান, কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের উড়োজাহাজ থেকে বের হয়ে আসার অনুমতি দেয়নি। এই চার ঘণ্টা উড়োজাহাজের এসি বন্ধ রাখা ছিল এবং যাত্রীদের কোনো ধরনের খাবারও দেওয়া হয়নি। 

বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির মেরামত কাজ চলমান থাকায় তারা এসি চালু ও খাবার দিতে পারেননি। যান্ত্রিক ত্রুটির মেরামত কাজ শেষে ফ্লাইটটি সোমবার দিনগত রাত ১টা ৪২ মিনিটে ঢাকায় অবতরণ করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫