Logo
×

Follow Us

বাংলাদেশ

রাস্তার পাশে মিলল ৫ পাইপগানসহ দেশীয় অস্ত্র

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৯:৫২

রাস্তার পাশে মিলল ৫ পাইপগানসহ দেশীয় অস্ত্র

উদ্ধারকৃত অস্ত্র। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি দেশীয় পাইপগান ও ৬টি কিরিচ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খেজুরতলা এলাকার রাস্তার পাশে থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের পাশে মজুমদারহাট এলাকায় ১০নং নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাথে ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদ ছাত্রলীগের পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে অস্ত্রগুলো কোনো এক পক্ষ রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক (এসআই) আমেনা বেগম অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫