পুকুরে গোসলে নেমে প্রাণ হারাল ১৪ বছরের কিশোর

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২২, ২১:৪০

ছবি : ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে গোসল করার সময় পানিতে ডুবে মো. সাকিব ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাকিব মিলনপুর গ্রামের
নজরুল ইসলাম এর ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান,
৪টার দিকে শাকিব ইসলাম ও তার আরো কয়েকজন বন্ধু মিলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে
যায়। একপর্যায়ে তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ সময় খোঁজ না
পাওয়ায় এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস কর্মীরাসহ এলাকার
কয়েকজন ব্যক্তি সাকিবের সন্ধানে নামে।
পরে ১ ঘণ্টা খোঁজাখুঁজির শেষে আমানুর রহমান নামে এক কর্মী তাকে খুঁজে পায়।
ওয়্যার হাউজ ইন্সেপেক্টর-সহকারী
পরিচালক মো. সরোয়ার হোসাইন তাকে মৃত বলে ঘোষণা করেন।