
হাসপাতারে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। ছবি: সাভার প্রতিনিধি
ঢাকার সাভারে ডাস্টবিনে ফেলে রেখে যাওয়া ফুটফুটে এক নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। উদ্ধারের পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২ আগস্ট) রাত ১২টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী নবজাতকটির সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া সোনিয়া গেট এলাকার রিপন সিকদারের বাড়ির পাশে ডাস্টবিন থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় নূর মোহাম্মদ বলেন, সোনিয়া গেট এলাকায় আমার চাচা রিপন সিকদারের বাসা। আজ রাত ৮টার দিকে তার বাসার পাশে ডাস্টবিন থেকে বাচ্চার কান্নার আওয়াজ পায় অনেকে। পরে ডাস্টবিনে গিয়ে ফুটফুটে একটা ছেলে বাচ্চাকে পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা বাচ্চাটিকে ওখানে ফেলে রেখে পালিয়ে গেছে। পরে আমরা বাচ্চাটাকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করি। পরে থানার ডিউটি অফিসারকে বিষয়টি ফোন করে জানালে তারা বাচ্চাটাকে হাসপাতালেই খেয়াল রাখতে বলেন।
তিনি আরো বলেন, 'বাচ্চাটার বয়স সম্ভবত এক অথবা দুই দিন। বাচ্চাটি এখন সুস্থ আছে। আমাদের এলাকার অনেকেই বাচ্চাটাকে দত্তক নিতে চাচ্ছেন।'
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেছি। বাচ্চাটা সুস্থ আছে বলে তারা জানিয়েছে। কে বা কারা সুযোগ বুঝে বাচ্চাটি ডাস্টবিনে ফেলে রেখে গেছে সে বিষয়ে তদন্ত চলছে।
নবজাতকটি দত্তক নেওয়ার বিষয়ে তিনি বলেন, এখন বাচ্চাটির চিকিৎসা চলছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। সুস্থ হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা করা যাবে।'