Logo
×

Follow Us

বাংলাদেশ

সংসদ লেকের ২০ লাখ টাকার নৌকা এখন ডাঙায়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ০০:৪৮

সংসদ লেকের ২০ লাখ টাকার নৌকা এখন ডাঙায়

ডাঙায় পড়ে থাকা গয়না নৌকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২০ সালের ৫ নভেম্বর জাতীয় সংসদের লেকে ভাসানো হয়েছিল আবহমান বাংলার ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন দুটি গয়না নৌকা। একেকটি ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের তৈরি করা নৌকা দুটি বর্তমানে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বেশ কয়েক দিন ধরে একটি নৌকা লেকের পানির পরিবর্তে ডাঙায় পড়ে থাকতে দেখা গেছে।

সংসদ ভবনের প্রধান গেটের কাছে পুরাতন এমপি হোষ্টেল সংলগ্ন লেকের পাড়ে শুকনা জায়গায় দামি এই নৌকা পড়ে থাকায় দর্শনার্থীদেরকেও উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। তবে এ বিষয়ে সংসদ সচিবালয়ের কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

অন্যদিকে জাতীয় সংসদ লেকে যে হাঁস ছাড়া হয়েছিল সেগুলো আর নেই। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৮ম জাতীয় সংসদের সময়ে ২০০৩ সালে সংসদ লেকে শতাধিক রাজহাঁস ছাড়া হয়েছিল। আর এই হাঁসের জন্য তৈরি করা হয়েছিল কয়েকটি শেড। শেড নির্মাণে অনিয়মের অভিযোগে ঐ সময়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, আলোচিত হাঁসগুলো ২০০৭ সালের পর থেকে আর সংসদ লেকে নেই। তত্বাবধায়ক সরকার আমলে সংসদ ভবনের পুরাতন এমপি হোষ্টেলে স্থাপিত বিশেষ আদালতের স্টাফরা ঐ সময়ে এগুলো ধরে খেয়ে ফেলেছেন। ২০০৯ সালে ৮ম জাতীয় সংসদ শুরু হওয়ার পর হাঁসের জন্য তৈরি করা শেড ভেঙে ফেলা হয়।

কর্মকর্তারা জানান, হাঁস ও হাঁসের শেড নির্মাণ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় ঐ সময়ের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারও সমালোচনার মুখোমুখি হন। এ কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাঁসের শেডগুলো ভেঙে ফেলা হয় এবং পরবর্তীতে আর হাঁস ছাড়া হয়নি। তবে প্রতিবছর মৎস্য মন্ত্রণালয় লেকে বিভিন্ন ধরনের মাছ ছাড়ে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (কমন সার্ভিস ও সমন্বয়) মো. ওয়ারেছ হোসেন বলেন, হাঁসগুলো অনেক বছর আগে থেকেই নেই। আর শেডগুলোও ভেঙে ফেলা হয়েছে।

হাঁসগুলো কোথায় গেলো জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫