Logo
×

Follow Us

বাংলাদেশ

নেত্রকোণায় ১ কোটি ৩৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

Icon

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ১৪:২২

নেত্রকোণায় ১ কোটি ৩৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

বিজিবির উদ্যোগে মাদকদ্রব্য ধ্বংস। ছবি: নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে প্রায় ১ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৩ শ’ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় বিজিবি ৩১ ব্যাটালিয়নের ক্যাম্পের এমটি পার্কে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালিকবিহীন আটককৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা ও এর কুফল তুলে ধরে বক্তব্য রাখেন নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ.এস.এম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলী হায়দার রাসেল প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমান, নেত্রকোণা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সাবিকুন্নাহার, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মোঃ ফারুক আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ.এস.এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদের জানান, বিগত ২০১৭ সালের ১ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১১ মে পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন অভিযানে মালিকবিহীন ও পরিত্যাক্ত অবস্থায় জব্দকৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এর মধ্যে রয়েছে, প্রায় ৯ হাজার ২ শ’ ৯৭ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ৪০৩ পিস ইয়াবা, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৮০পিস যৌন উত্তেজক ট্যাবলেট। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৩ শ’ টাকা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫