‘মানুষের আয় কম নয়, বাসভাড়া বাড়লেও সহনীয় থাকবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ১৫:৫২

খন্দকার এনায়েত উল্যাহ। ছবি: সংগৃহীত
বাংলাদেশের মানুষের আয় কম নয়। তাই বাসভাড়া বাড়লেও তা সহনীয় পর্যায়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্যাহ।
আজ শনিবার (৬ আগস্ট) দুপরে রাজধানীর পরীবাগে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কয়েক ঘণ্টার মধ্যেই বাসভাড়া বাড়ানোর তোড়জোড় শুরু করেছেন পরিবহন মালিকরা। এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, আজকে বিকেলে আমরা সরকারের সাথে বৈঠকে বসব। সেখানে বাস ভাড়া সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত আসবে।
তিনি আরো বলেন, কত শতাংশ বাস ভাড়া বাড়ানো হবে, কীভাবে বাড়ানো যাবে তা ওই বৈঠকে পর্যালোচনা করা যাবে। শুধু পরিবহন মালিকরা তো একা নন, সেখানে সরকারি প্রতিনিধি থাকবে, ক্যাবের নেতারা থাকবেন। সুতরাং আলোচনা করেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা যায়, জ্বালানি তেলের মূল্যের সাথে বাসভাড়া সমন্বয়ের জন্য শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাস মালিক সমিতি, ক্যাব, বিআরটিএ’র কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার (৫ আগস্ট) মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিন প্রতি লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ৮০ থেকে ১১৪ টাকা, অকটেন লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ৮৯ থেকে ১৩৫ টাকা, পেট্রল লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ৮৬ থেকে ১৩০ টাকা করা হয়।