Logo
×

Follow Us

বাংলাদেশ

ফেসবুকে পিস্তলের ছবি আপলোড করে বেকায়দায় তরুণ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ১২:৩১

ফেসবুকে পিস্তলের ছবি আপলোড করে বেকায়দায় তরুণ

ফেসবুক আইডিতে পিস্তল ও আটক তরুণ। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পিস্তলের ছবি আপলোড করে বেকায়দায় পড়েছে এক তরুণ। এ ঘটনায় গতকাল শনিবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার পরকোট ইউনিয়ন থেকে তাকে আটক করেছে পুলিশ।

আটক সোহরাব হোসেন মাহি (২০) উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামদেবপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত সামছুল আলম মোল্লার ছেলে।

এর আগে, গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ‘Sohorab Hoshain Mahe’ নামে নিজের ফেসবুক আইডির স্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করে সে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে কখনো মোবাইল হারিয়ে গিয়াছে আবার কখনো ফেসবুক গ্যালারি থেকে পিস্তলের ছবি আপলোড করেছে বলে ভিন্ন ভিন্ন কথা বলে। 

এসপি আরো বলেন, তার বক্তব্যে অসংলগ্ন ও সন্দেহ হওয়ায় এবং পিস্তলের ছবি আপলোডের বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ধৃত করে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫