Logo
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে ভুয়া ডাক্তার আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ১৯:২৫

কক্সবাজারে ভুয়া ডাক্তার আটক

সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন ভুয়া চিকিৎসক। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার জনবহুল পালংখালী বাজার, যেখানে দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন ভুয়া চিকিৎসক।

পেশাগত ডিগ্রী না থাকলেও পালংখালী বাজারের হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় অনুমোদনহীন মম’স ডেন্টাল কেয়ারে নিয়মিত রোগী দেখতেন কথিত দন্ত চিকিৎসক হুমায়ুন কবির।

হুমায়ূনের মানহীন চিকিৎসাসেবা নিয়ে ক্ষোভ ছিলো সেবাগ্রহীতাদের, সন্দেহ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন অনেকেই।

অভিযোগের সত্যতা যাচাইয়ে গত শুক্রবার মম’স ডেন্টাল কেয়ারে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫।

এসময় পেশাগত সনদ দেখাতে ব্যর্থ হলে উপজেলার হলদিয়াপালং ইউপির ৭নং ওয়ার্ডের মোহাম্মদ মুসার ছেলে কথিত চিকিৎসক হুমায়ুন কবিরকে আটক করা হয়।

এছাড়াও চিকিৎসার কাজে ব্যবহৃত স্টেথোস্কোপ, ব্লাড প্রেসার মাপার সেট, প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড, রিমার ফাইল, ফোরসেফ, নিডল হোল্ডার, কিট বক্স, এলেভেটর, টুথ মডেলসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

আজ রবিবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল হোসেন।

তিনি বলেন, মিথ্যা উপাধি নিয়ে চেম্বার পরিচালনা করছিলেন হুমায়ূন কবির, অভিযোগের সত্যতা পাওয়ায় বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জামাদিসহ তাকে আটক করা হয়।

আটককৃত হুমায়ুনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫