Logo
×

Follow Us

বাংলাদেশ

মেঘনায় ভেসে উঠলো মৃত ডলফিন

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২২, ১৫:০৫

মেঘনায় ভেসে উঠলো মৃত ডলফিন

মেঘনা নদী থেকে উদ্ধারকৃত মৃত ডলফিন। ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। সাড়ে চার ফুট লম্বা ডলফিনটির ওজন প্রায় ৫০ কেজি। 

আজ মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীতে এটিকে  মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। 

বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ফেরদৌস আহম্মদ বলেন, ফাঁড়ি সংলগ্ন নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখে স্থানীয়রা আমাদের জানায়। তখন সেটিকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।

বিষয়টি স্থানীয় প্রশাসন ও মৎস্য দপ্তরকে অবহিত করলে মৃত ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫