Logo
×

Follow Us

বাংলাদেশ

ফুটওভার ব্রিজে হকার, যাত্রী ছাউনিতে খাবার হোটেল

Icon

আবু সুফিয়ান, কুমিল্লা

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ১৪:৪৭

ফুটওভার ব্রিজে হকার, যাত্রী ছাউনিতে খাবার হোটেল

যাত্রী ছাউনিতে বসেছে খাবার হোটেল। ছবি: কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারকে দেশের পূর্বাঞ্চলের ফুসফুস বলা হয়। এ সড়কে চট্টগ্রাম, নোয়াখাীলসহ ৯ জেলার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এ মহাসড়কের ফুটপাতে স্থায়ী দোকান, ফুটওভার ব্রিজে হকার আর যাত্রী ছাউনিতে বসেছে খাবার হোটেল। কর্তৃপক্ষ বলছেন, ছাড় দেওয়া হয়েছে। তবে ছেড়ে দেওয়া হয়নি। তিন দপ্তরের সমন্বয়ে অভিযোগ পরিচালনা করা হবে। 

সরেজমিনে দেখা যায়, পদুয়ার বাজার বিশ্বরোডের দক্ষিণ অংশে তৈরি হয়েছে সিএনজি স্ট্যান্ড। যাত্রী ছাউনিতে খাবার হোটেল ও ফল দোকান। সড়কের উত্তরাংশ দখল করেছে স্থায়ী-অস্থায়ী দোকান। সড়কের দুই পাশে রিকশা, ব্যাটারিচালিত রিকশার দখলে। 

পদুয়ার বাজারের ব্যবসায়ী মো. রাসেল বলেন, এখানে কোন শৃঙ্খলা নেই। পরিবহন চলাচলে কেউ নির্দেশনা মানে না। এখানে প্রশাসনের কেউ কাজ করে না। যার কারণে দিন দিন সমস্যা বাড়ছে। 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ জানান, লকডাউনের পরবর্তী সময়ে আমরা মানবিক কারণে কিছুটা ছাড় দিয়েছি। সড়কের এ সমস্যাটা এখন বেশি। ছাড় দেওয়া হয়েছে, তবে ছেড়ে দেওয়া হয়নি। সড়ক ও জনপদ, সিটি কর্পোরেশন ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করবে। আশা করি, আমরা দ্রুত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারব। 

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, অবৈধ দখলের উচ্ছেদ চলমান প্রক্রিয়া। আমরা ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও অবৈধ কিছু স্থাপনা উচ্ছেদ করেছি। পদুয়ার বাজার বিশ্বরোডে এখনো সিটি কর্পোরেশন থেকে অভিযান পরিচালনা করা হয়নি। অবৈধ দখলের বিরুদ্ধে যে কোনো সময় অভিযান পরিচালনা করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫