Logo
×

Follow Us

বাংলাদেশ

উপহারের নতুন ঘর পেলেন শারীরিক প্রতিবন্ধীরা

Icon

মো. রাসেল ইসলাম, দিনাজপুর

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ১৪:৫৬

উপহারের নতুন ঘর পেলেন শারীরিক প্রতিবন্ধীরা

জমিসহ নতুন পাকা ঘর পেয়েছেন শারীরিক প্রতিবন্ধীরা। ছবি: দিনাজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার পেয়ে মুখে হাসি ফুটেছে শারীরিক প্রতিবন্ধী রানু আক্তার ও রিমা দেব শর্মার। এক সময় তারা থাকতেন ভাঙা কুঁড়েঘরে। ঝড় বাতাসে তাদের অনেক কষ্ট করতে হয়েছে। এখন তারা থাকবেন দুই শতক জমিসহ নতুন ঘরে। বাস্তবেই থাকার জন্য নিজস্ব জমিসহ নতুন পাকা ঘর পেয়েছেন।

আর এসব কথা বলছেন- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী রানু আক্তার ও রিমা দেব শর্মা। তাদের মত অন্য উপকারভোগীরাও জমিসহ নতুন ঘর পেয়ে আনন্দের অনুভূতির কথা ব্যক্ত করেন। ২৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর পক্ষে ৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক করে জমির দলিলসহ ও নতুন গৃহের চাবি হস্তান্তর করা হয়।

উপকারভোগী শারীরিক প্রতিবন্ধী রানু আক্তার ও রিমা দেব শর্মা বলেন, ‘আমি কোনো দিন ভাবিনি বিনা পয়সায় জমিসহ নতুন পাকা ঘর পাব। আগে আমার কিছুই ছিল না। নিজের জমিও ছিল না। আগে ভাঙা টিনের ঘরে থাকতাম। বাতাসে এই ভাঙা ঘরে থাকতে অনেক কষ্ট হতো। একদিন হঠাৎ করে টিএনও (ইউএনও) আপা বাসায় আসে। আমার নাম নিয়ে যায়। বলেন প্রধানমন্ত্রী জমিসহ নতুন পাকা ঘর দিবে।’ 

প্রধানমন্ত্রী ঘর পেয়ে চোখ দিয়ে পানি আসে মোস্তফা নামের উপকারভোগীর। তিনি বলেন, ‘এভাবে ঘর পাবো ধারণা করতে পারি নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করি প্রধানমন্ত্রীকে আল্লাহ সুস্থ রাখুক’।

আলোচনা সভায় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত অধিকারী, শামীম আজাদ প্রমুখ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী প্রমুখ।

উল্লেখ্য, আশ্রয়ণ-২ প্রকল্প আওতায় বোচাগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ৪৩০ দ্বিতীয় পর্যায়ে ১০০, তৃতীয় পর্যায়ে ১ম ধাপে ৯০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ নতুন ঘর দেওয়া হয়েছে। এবার তৃতীয় পর্যায়ে ২য় ধাপে ৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ নতুন ঘর দেওয়া হলো। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫