Logo
×

Follow Us

বাংলাদেশ

‘এত শোরগোল কেন, হোয়াট ইজ শ্রীলঙ্কা’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ১৭:২৫

‘এত শোরগোল কেন, হোয়াট ইজ শ্রীলঙ্কা’

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা করা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, কারেন্ট অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্টের জন্য রিজার্ভ থেকে আমরা টাকা নেই। কিন্তু এটা নিয়ে কেন এত শোরগোল। হোয়াট ইজ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কী করেছে আর আমরা কী করছি।

বুধবার (১০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে চ্যালেঞ্জ শীর্ষক এক নগর সংলাপে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্টে সমস্যা থাকতে পারে। এটা সারা বিশ্বেরই সমস্যা। আজ যুক্তরাষ্ট্র বিশ্বের এক নম্বর অর্থনীতি। তাদের ক্রেডিট-ডেবিট হিসাব করলে ঘাটতি পাওয়া যাবে। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে সমস্যা থাকলে রিজার্ভ থেকে নিই। রিজার্ভ নিয়ে কথা হয়। আমাদের রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার। এতো রিজার্ভ কখনই ছিল না।

তিনি আরও বলেন, তারা (শ্রীলঙ্কা) ট্যুরিজমের উন্নয়ন করেছে। আমরা আমাদের নিজেদের কৃষির উন্নয়ন করেছি। তাদের ৭০ ভাগ কৃষিপণ্যে ঘাটতি দেখা গেছে। আমাদের যথেষ্ট আছে। আমরা গমে অন্যের ওপর নির্ভরশীল। সরকার তাই উৎপাদনের জন্য গমে প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে। আমাদের চালেও কোনও ঘাটতি নেই।

তাজুল ইসলাম বলেন, সকালে (বুধবার) দেখলাম পত্রিকায় সব দেনা পরিশোধ করতে হবে জনগণকে। বিশ্বের কোন দেশ আছে, যেখানে জনগণ দেনা পরিশোধ করে না। সরকারের কি টাকা বানানোর ম্যাজিক মেশিন আছে? আপনারাই তো টাকা অর্জন করছেন। সরকার আপনাকে সুবিধা দিচ্ছে। নিয়ন্ত্রণ করছে ও ব্যবস্থাপনা করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রিয়াজুল হক, বাংলাদেশ কনজুমার অ্যাসোসিয়েশনের সভাপতি ও অ্যানার্জি রেগুলেটরি কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫