Logo
×

Follow Us

বাংলাদেশ

জেএমবির সামরিক শাখা প্রধান রাজিবের সহযোগী গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১৪:০৪

জেএমবির সামরিক শাখা প্রধান রাজিবের সহযোগী গ্রেপ্তার

মো. আফজাল হোসেন ওরফে লিমন (৩৮)

সাত বছর ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান। 

গ্রেপ্তারকৃতের নাম মো. আফজাল হোসেন ওরফে লিমন (৩৮)। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। 

এটিইউ জানিয়েছে, জেএমবির রংপুর বিভাগের সামরিক শাখা প্রধান জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী এবং দাওয়াহ শাখার প্রধান সাদ ওরফে রতনের একান্ত সহযোগী ছিলেন আফজাল। 

মোহাম্মদ আসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১০ আগস্ট) নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে এই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, আফজাল দীর্ঘ ১৭ বছর ধরে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। সে জঙ্গিবাদের বিস্তার এবং অংশগ্রহণসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল।

২০১৪ সাল থেকে গাইবান্ধা জেলার জেএমবির দাওয়াহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সে জেএমবির রংপুর বিভাগের সামরিক শাখা প্রধান জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী এবং দাওয়াহ শাখার প্রধান সাদ ওরফে রতনের একান্ত সহযোগী ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫