চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৯

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আসার
জন্য চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে
এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর নিয়ে এ
সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ
বিন মোমেন ও মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল
(অব.) খুরশেদ আলম।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের
বলেন, করোনা ভাইরাসের
পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আসার জন্য চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ
করা হয়েছে। আগামী এক মাস আমরা ভিসা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছি। তবে তারা ভিসা
নিয়ে আসতে পারবে। চীনের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমরা।
তিনি বলেন, এখানে অনেক প্রকল্পে চীনারা কাজ করেন। সেজন্য আমরা সতর্ক
রয়েছি। তবে এখন তাদের বাংলাদেশে আসতে হলে মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে আসতে হবে।