Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীর মালিবাগে বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১৪:৫৭

রাজধানীর মালিবাগে বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহজাহানপুর থানা। ফাইল ছবি

রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ পাবনা কলোনির একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার (১৪ আগস্ট) সকালে ওই সাবিনা ইয়াসমিন (৪৮) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহতের দেবরের কাছ থেকে জানা গেছে, ওই নারীর মানসিক সমস্যা ছিল। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের দেবর ফিরোজ আহমেদ জানান, গত শুক্রবার (১২ আগস্ট) আমার ভাইয়ের বাসা থেকে আমার বাসায় আসেন ভাবি। এরপর আজ সকালে রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ভাবির মানসিক সমস্যা ছিল। আমরা তাকে ডাক্তারও দেখিয়েছি। তার চিকিৎসাও চলছিলো। তবে কী কারণে ভাবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছুই বলতে পারবো না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫