Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশি পর্যবেক্ষকদের পররাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৫

বিদেশি পর্যবেক্ষকদের পররাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বশীল আচরণের জন্য বিদেশি পর্যবেক্ষকের ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ধন্যবাদ জানান।

বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে তারা দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। তারা কোড অব কনডাক্ট মেনে চলেছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি ভুল হয়েছে এজন্য যে, আমাদের আইনে কোন বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক পর্যবেক্ষক হতে পারবেন না। এটি দুঃখজনক যে, তাদের (বিদেশি পর্যবেক্ষক) তালিকায় বাংলাদেশিদের নাম দিয়ে দিয়েছেন। নির্বাচন কমিশন আইন না দেখে, যাচাই-বাছাই না করে তাদের পর্যবেক্ষক হিসেবে অনুমতি দিয়েছেন।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫